মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

খালেদা জিয়া করোনা আক্রান্ত হলেও ভালো আছেন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:২৫, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ০১:২৮, ১২ এপ্রিল ২০২১
খালেদা জিয়া করোনা আক্রান্ত হলেও ভালো আছেন: ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা (১১ এপ্রিল): করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রবিবার বিকেলে গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।  

এ সময় মির্জা ফখরুল জানান, বর্তমানে খালেদা জিয়া তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। গতকাল নমুনা আইসিডিডিআরবিতে নেওয়া হয়েছিল। সেখানে তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ পেয়েছি। 

তিনি আরও জানান,  ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা ইতোমধ্যেই শুরু হয়েছে। খালেদা জিয়ার শারীরিক তাপমাত্রা নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত অন্য কোনো উপসর্গ নেই।

এ সময় মির্জা ফখরুল  আরও জানান,  পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  


 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়