মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সিলেটে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৪৯, ১১ এপ্রিল ২০২১  
সিলেটে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে

আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

ঢাকা (১১ এপ্রিল): সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে আজ দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রবিবার আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর আরও জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়