মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

১২-১৩ এপ্রিলও প্রথম ধাপের বিধিনিষেধে চলবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৩, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:৫২, ১১ এপ্রিল ২০২১
১২-১৩ এপ্রিলও প্রথম ধাপের বিধিনিষেধে চলবে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

ঢাকা (১১ এপ্রিল):  করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু শঙ্কাজনকহারে বৃদ্ধিতে তা রোধে  সরকার ঘোষিত সাত দিনের বিধিনিষেধ আজ শেষ হচ্ছে। এদিকে আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে ‘সর্বাত্মক লকডাউন’। এর মধ্যে পড়া ১২ ও ১৩ এপ্রিল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানালেন, ওই দুইদিনও  প্রথম ধাপের লকডাউনের ধারাবাহিকতায় চলবে।

মন্ত্রী ওবায়দুল কাদের রবিববার তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। 

সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজ শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। 

এ সময় ১২ ও ১৩ এপ্রিলের বিষয়ে সিদ্ধান্ত কী তা জানতে চাইলে তিনি বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে এ দুদিনও।

মহামারি করোনার সংক্রমণ শঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার সারাদেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে গত ৪ এপ্রিল। এর ফলে, ৫ এপ্রিল সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়। 

লকডাউনে শপিংমল ও গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও গত বুধবার শর্তসাপেক্ষে গণপরিবহন চলাচলের অনুমোদন দেয় সরকার। অপরদিকে, শুরু থেকেই লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে ব্যবসায়ীরা। ফলে, শুক্রবার থেকে শপিংমল ও দোকানপাটও শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়। 

এদিকে, গত শুক্রবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য ‘সর্বাত্মক লকডাউনে’র কথা জানান।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়