মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

খুনীদের নয়, এটা বঙ্গবন্ধুর সোনার দেশ: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:২০, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ০৬:১৩, ১১ এপ্রিল ২০২১
খুনীদের নয়, এটা বঙ্গবন্ধুর সোনার দেশ: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ফাইল ছবি

 ঢাকা (১০ এপ্রিল):  ‘বাংলাদেশ কোনো খুনির দেশ নয়। এটা বঙ্গবন্ধুর সোনার দেশ। এটা আমরা অবশ্যই রক্ষা করব। বিচার বিভাগ এর সম্পূর্ণ দায়িত্ব পালন করবে, এটা আমি আপনাদের কথা দিতে পারি।’ —বললেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 

শনিবার দু’টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিচারপতি ওবায়দুল হাসানের লেখা ‘বঙ্গবন্ধু বাংলাদেশ একজন যুদ্ধ শিশুর গল্প ও অন্যান্য’ এবং বিচারপতি এম. ইনায়েতুর রহিমের লেখা ‘বঙ্গবন্ধু সংবিধান আইন আদালত ও অন্যান্য’ বই দু’টির মোড়ক উন্মোচন  উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানটির আয়োজন সুন্দর হয়েছিল। ওই অনুষ্ঠানে মালদ্বীপের ফার্স্ট লেডি আমার কাছে বললেন, তিনি বঙ্গবন্ধু ভবনে গিয়েছিলেন। সেখানে তিনি মর্মান্তিক দৃশ্য দেখেছেন। তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন, সেই হত্যার বিচার হয়েছে কিনা। আমি তাকে বলেছি, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচার সাধারণ আদালতে হয়েছে। রায়ে সকল আসামির ফাঁসির রায় হয়েছে। এরপর সেটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন নিয়ে আপিল বিভাগে সেই ফাঁসির রায় বহাল রয়েছে।  আমি উনাকে আরও জানিয়েছি, খুনিদের ফাঁসি হয়েছে, দুই-তিনজন আসামি এখনো বিদেশে পলাতক রয়েছে। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধের বিচারের কথা আমরা বিদেশিদের ওইভাবে জানাতে পারিনি। এই দুই বিচারপতির লেখা বই, দেশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে সক্ষম হবে।

প্রধান বিচারপ্রতি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা জাগ্রত করতে হলে সকলের সামনে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারের কথা তুলে ধরতে হবে।

বইয়ের মোড়ক উম্মোচনের এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর মুনতাসীর মামুন, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, প্রকাশক ও গবেষক মফিদুল হক, সাংবাদিক মোজাম্মেল বাবু, সাহিত্যিক আনিসুল হক এবং বই দুটির প্রকাশক মাওলা ব্রাদার্সের স্বত্বাধিকারী আহমেদ মাহমুদুল হক।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়