বইমেলায় বিক্রেতাদের ক্রিকেট খেলা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: বইমেলা ক্রেতা না থাকায় মেলা প্রাঙ্গণে ক্রিকেট খেলছেন বিক্রেতারা, বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (১০ এপ্রিল): করোনাভাইরাসের উবর্ধমুখি সংক্রমণের মধ্যে কোনভাবেই জমে উঠছে না অমর একুশে বইমেলা। বইমেলার প্রাঙ্গণে নেই ক্রেতাদের কোলাহল। আছে কেবল ক্রেতার আশায় বিক্রেতাদের অপেক্ষা। কিন্তু কতক্ষণ আর অপেক্ষা করে থাকা যায়।
আর এই কারণে বিক্রেতাদের অনেকেই ক্রেতার আশা ছেড়ে দিয়ে বইমেলা প্রাঙ্গণেই সময় কাটাতে নেমে পড়েছেন খেলাধূলায়। তাও আবার ক্রিকেট।
শনিবার অমর একুশে গ্রস্থমেলা প্রাঙ্গনে গিয়ে এমনই দৃশ্য চোখে পড়ে। সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণে চলছে বিক্রেতাদের ক্রিকেট খেলা। অন্যদিকে আশপাশ থেকে এই খেলা দেখছেন অনেক বিক্রেতা।