মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

করোনা চিকিৎসা কার্যক্রম সমন্বয়ে ৬৪ জেলার দায়িত্বে ৬৪ সচিব 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৫৯, ১০ এপ্রিল ২০২১   আপডেট: ১৯:১৪, ১০ এপ্রিল ২০২১
করোনা চিকিৎসা কার্যক্রম সমন্বয়ে ৬৪ জেলার দায়িত্বে ৬৪ সচিব 

করোনা চিকিৎসা কার্যক্রম সমন্বয় করতে ৬৪ জেলার দায়িত্ব দেওয়া হযেছে ৬৪ সচিবকে

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার শঙ্কাজনকভাবে বেড়ে যাওয়াতে তা রোধে জেলা পর্যায়ে এ সংক্রান্ত জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে সরকারের জ্যেষ্ঠ সচিব ও সচিব পদমর্যাদার ৬৪ জনকে ৬৪ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই দায়িত্ব দিয়ে সম্প্রতি অফিস আদেশ জারি করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এ নির্দেশনা ইতোমধ্যেই সংশ্লিষ্ট সচিবদের কাছে পাঠানো হয়েছে।

ওই অফিস আদেশে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব/সচিবরা সমন্বয় কাজে তার মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর সংস্থার উপযুক্ত সংখ্যক কর্মকর্তাকে সম্পৃক্ত করতে পারবেন। এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত জেলার সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যম ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও প্রয়োজনীয় সমন্বয়সাধন করে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার কাজ (সচিবরা) তত্ত্বাবধান ও পরিবীক্ষণ করবেন। তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয়সাধন করবেন। 

সেখানে আরও বলা হয়েছে, অবসর বা বদলির কারণে সিনিয়র সচিব/সচিবের দপ্তর পরিবর্তন বা পদ শূন্য হলে সেখানে নিযুক্ত সিনিয়র সচিব/সচিব দায়িত্ব পালন করবেন।

সম্প্রতিকালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যের সংখ্যা উদ্বেগজনভাবে বেড়ে গেছে। এ পরিস্থিতিতে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সাত দিনের লকডাউন জারি করে সরকার। এদিকে ১৪ এপ্রিল থেকে 'সর্বাত্মক লকডাউনে'র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়