মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

করোনায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মৃত্যু

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:২২, ১০ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:২৫, ১০ এপ্রিল ২০২১
করোনায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মৃত্যু

ড. এ কে এম রফিক আহাম্মদ

ঢাকা (১০ এপ্রিল): পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার ভোর ৪টা ১৪ মিনিটে পুলিশ হাসপাতালে চিকিৎসারত অবস্থায়  তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ড. এ কে এম রফিক আহাম্মদ ২৩ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার তাঁকে লাইফ সাপোর্টে  নেওয়া হয়। 

এ কে এম রফিক আহাম্মদ ২০১৯ সালের ২২ মে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে যোগদান করেন। এর পূর্বে তিনি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র রেখে গেছেন। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়