মোমেন-কেরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে জন কেরির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা (০৯ এপ্রিল): পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি।
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুক্রবার দুপুর ২টার দিকে তারা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।
এ বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর পূর্বে শুক্রবার বেলা সাড়ে ১১টায় জন কেরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
২২ এপ্রিল শুরু হতে চলা বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে তিনি ঢাকায় আসেন। ৪০টি দেশের রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণে ভার্চুয়ালি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যান বাংলাদেশ। এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রন্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ।