১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের বিষয়ে ভাবা হচ্ছে: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
ঢাকা (০৯ এপ্রিল): দেশে করোনাভাইরাসে আক্রান্ত্র ও মৃতের সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়াতে তা রোধে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার। জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের শুক্রবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশের করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। বেড়েছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে।
এ সময় মন্ত্রী মন্তব্য করেন, চলমান লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না।