প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে এলেন জন কেরি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকায় পৌঁছেছেন জন কেরি
ঢাকা (০৯ এপ্রিল): প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক দূত জন কেরি এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।
ভারতের দিল্লি থেকে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছান।
যুক্তরাষ্ট্র আয়োজিত ভার্চুয়াল ক্লাইমেট সামিটে যোগদানের মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতেই কেরির এ সফর।
প্রসঙ্গত, আগামী ২২ ও ২৩ এপ্রিল দুই দিনব্যাপী এই জলবায়ু সংকট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ইতোমধ্যে বিশ্বের ৪০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে এই সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, বাইডেন প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধির বাংলাদেশ সফর দেশ দু’টির দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।