খুলল দোকানপাট-শপিংমল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

সকাল ৯টা থেকে খুলেছে শপিংমলগুলো। ফাইল ছবি
ঢাকা (০৯ এপ্রিল): খুলল দোকানপাট ও শপিংমল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব বিপণিবিতানগুলো খোলা থাকবে। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে শর্ত সাপেক্ষে এগুলো খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।
এর আগে, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে দোকানপাট-শপিংমল খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘শুক্রবার (৯ এপ্রিল) থেকে আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে।’
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনকহারে বৃদ্ধির ফলে তা রোধে সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে গত সোমবার থেকে সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান বন্ধ ছিল।