মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

জন কেরি কাল ঢাকা আসছেন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:২৪, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ২২:২৫, ৮ এপ্রিল ২০২১
জন কেরি কাল ঢাকা আসছেন

ছবি: জন কেরি

ঢাকা (০৮ এপ্রিল): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সংক্ষিপ্ত সফরে শুক্রবার ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২২-২৩ এপ্রিল অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানাতেই তিনি ঢাকা সফর করছেন।

চারদিনের ভারত সফরে থাকা জন কেরি শুক্রবার কয়েক ঘণ্টার জন্য ঢাকা আসবেন। শুক্রবার দিল্লি থেকে বিশেষ বিমানে তিনি ঢাকায় এসে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেবেন। এরপর জন কেরি জলবায়ু পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জন কেরির ঢাকা সফরকালে আলোচনায় জলবায়ু ইস্যুই প্রাধান্য পাবে। তবে দুই দেশের দ্বিপক্ষীয় ইস্যুতেও আলোচনা হতে পারে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়