মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

মেট্রোরেলের এক সপ্তাহে করোনা আক্রান্ত ৪৮ জন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০৯, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ২১:১২, ৮ এপ্রিল ২০২১
মেট্রোরেলের এক সপ্তাহে করোনা আক্রান্ত ৪৮ জন

মেট্রোরেল (ছবি: সংগৃহীত)

ঢাকা (০৮ এপ্রিল): মেট্রোরেল প্রকল্পে জড়িত অন্তত ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গেল এক সপ্তাহে তারা এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এমএএন সিদ্দিক জানান, এখন পর্যন্ত প্রকল্পের মোট ৫১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে প্রকল্পের কাজ সকাল ও বিকেল, দুটি শিফটে ‘পুরোদমে’ চলছে।

প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬১ দশমিক ৪৯ শতাংশ বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ের কাজের ৮৩ দশমিক ৫২ শতাংশ ও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাজের ৫৭ দশমিক ৬৮ শতাংশ অগ্রগতি হয়েছে।’

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়