ঝড়ো হাওয়া ও বৃষ্টি বাড়বে, তাপমাত্রা কিছুটা কমবে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

দেশের বিভিন্নস্থানে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
ঢাকা (০৮ এপ্রিল): দেশের বেশ কিছু অঞ্চলে বাড়তে পরে ঝড়ো হাওয়া, বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টিপাত। স্থান বিশেষে তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে। তবে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া বিভাগ বৃহস্পতিবার পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থাীয়ভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
তারা আরও জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেত পারে। তবে অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবং সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।