মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

দোকানপাট ও শপিংমল শুক্রবার থেকে খোলা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০১, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ২২:১৯, ৮ এপ্রিল ২০২১
দোকানপাট ও শপিংমল শুক্রবার থেকে খোলা

দোকানপাট ও শপিংমল কাল শুক্রবার থেকে খোলা

ঢাকা (০৮ এপ্রিল): সরকার ব্যবসায়ীদের দাবি মেনে নিয়ে শর্তসাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে, আগামী শুক্রবার থেকে দোকানপাট ও শপিংমল  সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়াতে তা রোধে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত শপিং মল ও দোকান বন্ধ থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল হয়।

তখন ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, শপিং মলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। তবে দোকানগুলো পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই সর্বাবস্থায় কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অন্য কোনো শহরে যেতে পারবে না।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়