বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত: কাদের
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)
ঢাকা (০৮ এপ্রিল): বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির এখন ‘রাজনৈতিক আইসোলেশন’ দরকার।
বৃহস্পতিবার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে। প্রকারান্তরে বিএনপির বক্তব্যে প্রমাণ করে তাদের লেজে-গোবরে দশা।’
তিনি বলেন, ‘জনগণ মনে করে বিএনপির মনোজগতে ভাইরাসের নেতিবাচক প্রভাব বাসা বেঁধেছে। বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত, যার লক্ষণ নেতিবাচকতা, মিথ্যাচার, ষড়যন্ত্র আর আগুন সন্ত্রাস। বিএনপির এখন রাজনৈতিক আইসোলেশন দরকার।’
বিএনপি এখন হেফাজতে ইসলামের উপর নির্ভরশীল বলে উল্লেখ করে কাদের বলেন, ‘এদেশে অগ্নি সন্ত্রাসের জনক বিএনপি। এ সন্ত্রাসের আগুনে একসময় নিজেদের ঘরও পুড়বে। নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন হেফাজতের উপর ভর করছে।’
গণপরিবহন চালানোর ক্ষেত্রে শর্ত না মানা হলে সরকার কঠোর হতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘মহানগরে বেশিরভাগ পরিবহন নিষেধাজ্ঞা মানলেও অনেক পরিবহন মানছে না। আবার কেউ কেউ নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ের বাইরে পরিবহন চালাচ্ছে। সমন্বয় করা ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। শর্ত উপেক্ষা করলে সরকার আবারও কঠোর হতে বাধ্য হবে।’