মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

করোনা থেকে বাঁচতে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ: প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪৫, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:৫৪, ৮ এপ্রিল ২০২১
করোনা থেকে বাঁচতে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ: প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহিত

ঢাকা (০৯ এপ্রিল): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস মহামারি থেকে মানুষকে বাঁচাতে সরকার ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেবে। 

বৃহস্পতিবার বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

করোনাভাইরাস মহামারির ঊর্ধ্বগতি রোধে  সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  ‘আপনারাও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলবেন। সবাইকে উৎসাহিত করবেন। মাস্ক পরবেন। ঘরে ফিরে গরম পানির ভাপ নেবেন। গড়গড়া করবেন। করোনার মধ্যে জীবন-জীবিকা চালিয়ে নিতে হবে।’

প্রধানমন্ত্রী বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করব। আপনাদের ওপরই ওই দায়িত্ব পড়বে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করতে হবে।

এ সময় কোর্সে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ পুরস্কার তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়