মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

জনসমাগম নয়, ভার্চ্যুয়াল আয়োজনে নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:২০, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:২২, ৮ এপ্রিল ২০২১
জনসমাগম নয়, ভার্চ্যুয়াল আয়োজনে নববর্ষ উদযাপন

নববর্ষ উদযাপনে জনসমাগম করা যাবে না

ঢাকা (০৮ এপ্রিল): করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়াতে তা রোধে ইতোমধ্যেই সরকার নানা বিধিনিষেধ আরোপ করেছে। এবার বাংলা নববর্ষ  উদযাপনের বিষয়ে এল নির্দেশনা। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনাতে বলা হয়েছে, বাংলা নববর্ষ আয়োজনে কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না। ফলে, জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা জানানো হয়।

সেখানে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের  প্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হল। কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত বছরও ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি। সে সময় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন  ভার্চ্যুয়ালি বর্ষবরণের আয়োজন করে।


 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়