মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৫৫, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৫৭, ৮ এপ্রিল ২০২১
করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

ঢাকা (০৯ এপ্রিল): আজ বৃহস্পতিবার সকাল থেকে দেশব্যাপী করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করা হয়েছে। 

এর পূর্বে স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া গণমাধ্যমকে জানান, আমরা যত বেশি সচেতন হব তত বেশি সুরক্ষিত থাকতে পারব। টিকা নিলেও আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। আমরা চেষ্টা করব ডাক্তার-নার্সসহ সব পর্যায়ের মানুষকে নিয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সুষ্ঠু ও সুন্দরভাবে মোকাবিলা করতে পারি।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ বিষয়ে বলেন, দ্বিতীয় ডোজ টিকা নিয়ে অনেক ধরনের আলোচনা ছিল। প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন ৮ এপ্রিল থেকে যে দ্বিতীয় ডোজ শুরু, এটা যথারীতি চলবে।

প্রসঙ্গত, কুর্মিটোলা হাসপাতালে গত ২৭ জানুয়ারি একজন নার্সকে অক্সফোর্ডের ভ্যাকসিন দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। তবে আনুষ্ঠানিকভাবে তা শুরু হয় ৭ ফেব্রুয়ারি। একজন ব্যক্তিকে দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়