রাজধানীতে মোটর বাইক চালকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

রাজধানীতে মোটর বাইক চালকদের বিক্ষোভ। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (০৭ এপ্রিল): রাইড শেয়ারিংয়ের বিরুদ্ধে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ করেছেন মোটর বাইক চালকরা। বুধবার তারা রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে এ বিক্ষোভ করেন।
মোটর বাইক চালকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভের কারণে এফডিসি, জাতীয় প্রেসক্লাব, মালিবাগ, মগবাজার ও হাতিঝিল মোড়ে যানচলাচল কিছুক্ষণ বন্ধ ছিল।
বিক্ষোভের সময় অন্যান্য যান চলাচলের পাশাপাশি মোটর বাইকে রাইড নেওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান। সেই সঙ্গে তারা লক ডাউনের সময় তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।