বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘মাইন্ড এইড হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৫৬, ১১ নভেম্বর ২০২০  
‘মাইন্ড এইড হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে’

ছবি: সংগৃহীত

ঢাকা (১০ নভেম্বর): স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা জেলার সিভিল সার্জন অফিসার ডা. মইনুল আহসান বলেছেন, আদাবরের মাইন্ড এইড হাসপাতালের অনুমোদন ছিল না। সেক্ষেত্রে হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. মইনুল আহসান বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মাইন্ড এইড হাসপাতাল চালানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল। আমরা তখন পরীক্ষা করে দেখেছি হাসপাতালটি চালানোর মতো সুবিধা ও জনবল কিছুই ছিল না। সেজন্য মার্চ মাসে তাদের আবেদন আমরা স্থগিত করি।

তিনি আরও বলেন, স্থগিতাদেশের পর তারা যদি কোনো চিকিৎসা কার্যক্রম চালিয়ে থাকে তা সম্পূর্ণ অবৈধ। তারা একটি মানসিক নিরাময় কেন্দ্র ও পুর্নবাসন কেন্দ্র হিসেবে চালাচ্ছিল। এসব প্রতিষ্ঠান চালাতে হলে সবকিছু ক্লিনিক্যাল ফ্যাসিলিটিজ ও হাসপাতালের ব্যবস্থা রাখতে হয়, যেন জরুরি মুহূর্তে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তাদের সে অবস্থা ছিল না।

ঢাকা জেলার সিভিল সার্জন বলেন, মাইন্ড এইড হাসপাতাল আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। এ কারণেই এটা বন্ধ করার মতো অবস্থায় নেই। এ ঘটনা শুরু থেকে তদন্ত করে হাসপাতালের বিরুদ্ধে সর্বোচ্চ যে ব্যবস্থা নেওয়া যায়, তাদের বিরুদ্ধে সেটা আমরা করবো।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়