সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৪৭, ৬ এপ্রিল ২০২১  
মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ

ছবি: তিতাস গ্যাস কর্তৃপক্ষ লোগো

ঢাকা(০৬ এপ্রিল): কোন ধরণের পূর্ব নোটিশ ছাড়াই নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর ফলে সকাল থেকে শহরের আবাসিক, শিল্প অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন গ্রাহকরা।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি মেরামতের জন্য গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে।  

তিতাস জানায়, জরুরি প্রয়োজনে হুট করে মেরামত করতে হচ্ছে। বিশেষ করে পাইপলাইনে থাকা ভালভ প্রতিস্থাপনের জন্য সরবরাহ বন্ধ করা হয়েছে। 

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ-গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস এ কয়েকটি ভালভে লিকেজ পরিলক্ষিত হয়। জরুরি ভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ভালভ প্রতিস্থাপন কাজ শেষে যথা শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

তিতাসের পরিচালক (অপারেশন) শফিকুল ইসলাম খান এ ব্যাপাওে বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে জানান, আমরা বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে গ্যাস বন্ধ করেছি। এভাবে সাধারণত আমরা গ্যাসের লাইন বন্ধ করি না। দুপুরে পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। এজন্য সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহককের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়