যাতায়াতে দ্বিগুণ ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: গন্তব্যে পৌঁছাতে ভ্যানে করে যাচেছন অফিসগামী যাত্রীরা, ছবিটি রাজধানীর রায়ের বাগ এলাকা থেকে তোলা, বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (০৬ এপ্রিল): রাজধানীসহ সারাদেশে গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলগামী যাত্রীদের দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের জারি করা লকডাউনে সরকারি বেসরকারি অফিস, কল-কারখানাসহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকায় ঘর থেকে বের হতে হচ্ছে মানুষদের। ঘর থেকে বের হবার পরেই এসব কর্মমূখী মানুষদের পড়তে হচ্ছে চরম বিপাকে ও বিড়ম্বনায়। যেকোন স্থানে যাতায়াতে গুনতে হচ্ছে দ্বিগণ ভাড়া।
রাজধানীর শাহবাগ, কাওরান বাজার ও ফার্মগেট এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, গণপরিবহন না থাকায় ছোট ছোট পিক-আপ, রিক্সা, ভ্যান, সিএনজিতে করে কর্মস্থলে যেতে হচ্ছে। একইসঙ্গে সারাদেশে রাইড শেয়ারিং বন্ধ থাকলেও রাজধানীতে অনেককেই দেখা গেছে মোটর সাইকেলে রাইড শেয়ারিং করে অফিসে যাচ্ছেন।
মতিঝিল একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব শাখায় কাজ করেন তৌহিদুল আনোয়ার। থাকেন তেঁজকুনি পাড়া। এই প্রতিবেদকের সঙ্গে সকাল সাড়ে নয়টায় কাওরান বাজারে তার সঙ্গে কথা হয়। তিনি এই প্রতিবেদককে জানান, সকাল নয়টা থেকে ফার্মগেট এলাকায় দাঁড়িয়ে থেকে কোন গাড়ি পাইনি। রিক্সা ভাড়া চায় দেড়শ টাকা। এই টাকায় যাওয়া সম্ভব নয়। তাই পায়ে হেঁটে এগুচ্ছি। তিনি জানান, পায়ে হেঁটে শাহবাগ গিয়ে তারপর রিক্সা নেবেন।
একই অভিযোগ করেন বাড্ডায় একটি গার্মেন্টস কারখানায় কর্মরত দীপক বড়–য়া। তিনি জানান, সরকার লকডাউন দিয়েই শেষ। অফিস কারখানা খোলা। এসব প্রতিষ্ঠানে যারা কাজ করে তারা লকডাউনে কিভাবে চলাচল করবে তা কেউ ভাবছে না। বরং নিজের খরচে অফিসে যাতায়াত করতে হচ্ছে। অনেক টাকা খরচ করে যাতায়াত করতে হচ্ছে। তিনি জানান, বাড্ডা যেতে তার দৈনিক ২০ টাকা খরচ হয়। সেখানে গতকাল লকডাউনের প্রথম দিন কর্মস্থলে শুধু যেতেই খরচ হয়েছে ৯০ টাকা।
সরেজমিন দেখা গেছে, সকাল থেকে রাধানীর বিভিন্ন মোড়ে দিগুণ ভাড়ায় শেয়ারে রিক্সা ভাড়া করে গন্তব্যে রওনা হতে। কয়েকটি স্থানে দেখা গেছে, ছোট পিক আপ ও মাইক্রোবাসে করে যাত্রী পরিবহন করতে। কাওরান বাজার এলাকা থেকে পন্য পরিবহনের নিয়োজিত পিকআপে করে মানুষ বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। কাওরান বাজার থেকে মতিঝিল নেওয়া হচ্ছে ৩০ টাকা, রামপুরা ৪০ টাকা, মোহাম্মদপুর নেওয়া হচ্ছে ৫০টাকা।
এদিকে, নির্দেশনা না মেনে মোটর সাইকেলে যাত্রী পরিবহন করায় রাজধানীর বিভিন্ন স্থানে মোটর সাইকেল রাইডারদের জরিমানা করেছে পুলিশ।