‘লকডাউন’ নয়, চলছে ‘নিষেধাজ্ঞা’
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
খন্দকার আনোয়ারুল ইসলাম
(০৫ এপ্রিল): দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু আশঙ্কাজকহারে বেড়ে যাওয়াতে তা রোধে ৭ দিনের সরকারি নির্দেশনা ‘লকডাউন’ নয়, ‘কঠোর নিষেধাজ্ঞা বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “‘নিষেধাজ্ঞা’ বলেছি, আমরা ‘লকডাউন’ ঠিক বলি নাই। আমরা বলে দিয়েছি অফিস-আদালত যত কম লোক দিয়ে অফিস চালাতে পারে। তবে দেখি আমরা ৭ দিন পর কী অবস্থা হয়। এরপর বৃহস্পতিবার ফের সিদ্ধান্ত নিব।”
মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকের পর সোমবার দুপুরে সচিবালয়ে ব্রিফিং করে তিনি এ কথা জানান।
এদিকে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘লকডাউনের নির্দেশনা সবাইকে কঠোরভাবে মানতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’
বইমেলায় কড়াকড়িভাবে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বইমেলায় কঠোরভাবে নিয়ম মানা হচ্ছে। যদি এর ব্যত্যয় হয় তাহলে সরকার নতুনভাবে চিন্তা করবে।’






















