সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্যবিধি শর্ত মেনে মসজিদে নামাজ আদায়ের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২২, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ০০:৩৭, ৬ এপ্রিল ২০২১
স্বাস্থ্যবিধি শর্ত মেনে মসজিদে নামাজ আদায়ের অনুরোধ

স্বাস্থ্যবিধি শর্ত মেনে মসজিদে নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়

ঢাকা (০৫ এপ্রিল): দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়াতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বেশ কিছু শর্ত মেনে চলে মসজিদগুলোতে জামাতে নামাজের অনুরোধ করেছে।  এই শর্তগুলোর অন্যতম হচ্ছে, মুসল্লিদের বাধ্যতামূলক মাস্ক পরা, বাসা থেকে ওযু করা, মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার রাখা, নামাজের কাতারে দূরত্ব বজায় রাখা ইত্যাদি।  

ধর্ম মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে দেওয়া শর্তগুলো হল—

১. মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে।  

২. আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

৩. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে, সুন্নাত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে। এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৪. মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। 

৫. মুসল্লিদের প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে। 

৬. কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

৭. শিশু, বয়ঃবৃদ্ধ,  যেকোনো অসুস্থ ব্যক্তি ও অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি  জামাতে অংশগ্রহণ করা হতে বিরত থাকবে।

৮. মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৯. সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিত কল্পে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

১০. মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না।

১১. করোনা ভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে খতিব ও ইমামগণ দোয়া করবেন। 

১২. খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন।  
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই নির্দেশনা লংঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। 

বিজ্ঞপ্তিতে প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়। 


 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়