সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

জনগণ ধর্মকে অধর্ম চর্চার হাতিয়ার করতে দেবে না: কাদের

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৩২, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ২২:২৯, ৫ এপ্রিল ২০২১
জনগণ ধর্মকে অধর্ম চর্চার হাতিয়ার করতে দেবে না: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ঢাকা (০৫ এপ্রিল): হেফাজত নেতার নৈতিকতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তথ্যনির্ভর এবং প্রকৃত সত্য বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দেশের জনগণই ধর্মকে অধর্ম চর্চার হাতিয়ার করতে দেবে না।

সোমবার সকালে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর বাসস।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্মব্যবসায়ীদের মুখোশ খুলে গেছে। হেফাজত নেতার নৈতিক অবনমনের বিষয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা তথ্যনির্ভর এবং প্রকৃত সত্য উদঘাটন।’

এদেশের মানুষকে ধর্মপ্রাণ উল্লেখ করে কাদের বলেন, এদেশ পীর আউলিয়া ও ওলামায়ে কেরামের দেশ। এখানে ধর্মকে অধর্ম চর্চার হাতিয়ারে পরিণত করতে খোদ ইসলাম প্রিয় জনগণই দেবে না।

ওবায়দুল কাদের বলেন, হেফাজত নেতার অনৈতিক ঘটনার সমর্থনে দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের যে তান্ডবলীলা চলছে, তাতে এই উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর স্বরূপ উন্মোচিত হয়েছে। এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে টার্গেট করেই তারা তাদের পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়।

এই অপশক্তিকে পরাজিত করতে দেশপ্রেমিক জনগণকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ ও মৃত্যুর হার হঠাৎ বেড়ে যাওয়ায় সরকার দেশব্যাপী আজ থেকে এক সপ্তাহের জন্য লকডাউন কার্যকর করেছে। সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার জন্য তিনি দেশবাসীর প্রতি আহবান জানান। এছাড়া তিনি সবাইকে সচেতন হয়ে শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়