সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকায় ফেরা ২৭৮ যাত্রী কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৫৯, ৫ এপ্রিল ২০২১  
ঢাকায় ফেরা ২৭৮ যাত্রী কোয়ারেন্টিনে

ছবি: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকা (০৫ এপ্রিল): লেবানন থেকে ঢাকায় আসা ২৭৮ জনযাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সোমবার ভোরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়। বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটেলিয়নের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আর্ম পুলিশ ব্যাটেলিয়নের ওই কর্মকর্তা বিজনেস ইনসাইডার বাংলাদেশকে বলেন, ঢাকায় ফেরা ২৭৮ জন যাত্রীকে আশকোনা হাজীক্যাম্পে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে তিনি জানান, এসব যাত্রীর মধ্যে কেউ যদি নিজ উদ্যোগে করোনা পরীক্ষার পর ফলাফল যদি নেগেটিভ আসে, তবে তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে না থেকে বাড়ি যেতে পারবেন।

এর আগে বিমানবন্দরে যাত্রীরা কোয়ারেন্টিনে না যাওয়া দাবিতে বিক্ষোভ করছিলেন বলে খবর পাওয়া গিয়েছিল। এ বিষয়ে বিমানবন্দর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার মো. তাজুদ্দিন জানিয়েছিলেন, বিমানবন্দরে কোন ধরণের বিক্ষোভের তথ্য তাদের কাছে নেই।  

তবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান বিবিসিকে বলেছিলেন, "তারা ফেরার পর থেকেই বিমান বন্দরের মধ্যে মিছিল, বিক্ষোভ করছেন। বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছেন"।

তিনি বলেছেন, "শুধু তারাই না, তাদেরকে নিতে বিমানবন্দরে যেসব আত্মীয়-স্বজন এসেছে তারাও বিশৃঙ্খলা করছেন"।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ বেশ কয়েকটি দেশের সঙ্গে বিমান যোগাযোগ নিষিদ্ধ করেছে। সেই নিষিদ্ধের তালিকায় লেবাননও রয়েছে। কিন্তু বাংলাদেশিরা সেখানে আটকে পড়ায় বিমানের একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের ঢাকার নিয়ে আসার ব্যবস্থা করা হয়। তবে তাদেরকে শর্ত দেওয়া হয়েছিল ঢাকায় এসে দুই সপ্তাহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

বিমানের এ শর্তে তারা দেশ আসতে রাজী হলেও ঢাকায় অবতরণের পর তারা কোয়ারেন্টিনে যেতে অনেচ্ছা প্রকাশ করেন। এক পর্যায়ে তারা বিমানবন্দরেই বিক্ষোভ শুরু করেন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়