দ্বিতীয় দফায় লকডাউন শুরু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

দেশে লকডাউন শুরু
ঢাকা (০৫ এপ্রিল): করোনাভাইরাস মহামারিতে মৃত্যু ও সংক্রমণ আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়াতে তা রুখতে সারাদেশে আজ সোমবার থেকে শুরু হল দ্বিতীয় দফায় লকডাউন। এক বছর পর স্বাভাবিক জীবনযাত্রা নিয়ন্ত্রণের পথে ফের যেতে হল সরকারকে। সকালে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক বেশ ফাঁকা দেখা গেছে। তবে বিভিন্ন অঞ্চলে কয়েকটি বাস ও মোটরসাইকেল চলতে দেখা গেছে।
করোনাকালের দীর্ঘ সময় ধরে দেশে সংক্রমণের হার কম থাকায় সাম্প্রতিক মাসগুলোতে মানুষের কর্মকাণ্ডে ছন্দ ফিরতে থাকে। তবে মার্চের শেষ সপ্তাহ থেকে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকে।
রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ি, মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, মৌচাক, মালিবাগ, রামপুরা, মহাখালী, বাড্ডা, কুড়িল এলাকাসহ বেশ কিছু এলাকা সরেজমিনে দেখা যায় রাস্তাঘাট বেশ ফাঁকা। অবশ্য কোনো কোনো স্থানে সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেটকার, কিছু বাস চলাচল করতেও দেখা যাচ্ছে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজকহারে বৃদ্ধি পাওয়াতে তা রোধে রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ এপ্রিল ভোর ছয়টা ১১ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সারাদেশে সব বন্ধ থাকবে। জরুরি সেবার মধ্যে রয়েছে— ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, পণ্যপরিবহন, জ্বালানি, সংবাদপত্র, গার্মেন্টসসামগ্রী।