সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

কৃষি পণ্য সরবরাহ নির্বিঘ্ন রাখতে মন্ত্রণালয়ের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৩৮, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ০২:৫৮, ৫ এপ্রিল ২০২১
কৃষি পণ্য সরবরাহ নির্বিঘ্ন রাখতে মন্ত্রণালয়ের নির্দেশ

কৃষি পণ্য সরবরাহ বাধামুক্ত রাখতে নির্দে শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়

ঢাকা (০৪ এপ্রিল): রাসায়নিক সার, অন্যান্য কৃষিজাত পণ্য সরবরাহ ও কৃষি শ্রমিক যাতায়াত যাতে কোনো বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

রবিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা শাখার উপ-প্রধান শেখ বদিউল আলমের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশসুপার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল উপ-পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসারকে এ নির্দেশবাহী চিঠি প্রেরণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, লকডাউনের সময় অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে রাসায়নিক সার ও অন্যান্য কৃষিজাত পণ্য বা উপকরণ ব্যবসার সঙ্গে জড়িতদের পণ্য ক্রয়-বিক্রয়ে যাতে কোনোরকম অসুবিধা না হয়  সেদিকে সতর্ক থাকতে হবে। এবং বোরো ধান কর্তনজনিত কারণে আন্তজেলায় চলাচলের জন্য যাতে কোনো বাধার সম্মুখীন না হয় সেই বিষয়েও লক্ষ্য রাখতে হবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়