কৃষি পণ্য সরবরাহ নির্বিঘ্ন রাখতে মন্ত্রণালয়ের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

কৃষি পণ্য সরবরাহ বাধামুক্ত রাখতে নির্দে শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়
ঢাকা (০৪ এপ্রিল): রাসায়নিক সার, অন্যান্য কৃষিজাত পণ্য সরবরাহ ও কৃষি শ্রমিক যাতায়াত যাতে কোনো বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
রবিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা শাখার উপ-প্রধান শেখ বদিউল আলমের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশসুপার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল উপ-পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসারকে এ নির্দেশবাহী চিঠি প্রেরণ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, লকডাউনের সময় অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে রাসায়নিক সার ও অন্যান্য কৃষিজাত পণ্য বা উপকরণ ব্যবসার সঙ্গে জড়িতদের পণ্য ক্রয়-বিক্রয়ে যাতে কোনোরকম অসুবিধা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। এবং বোরো ধান কর্তনজনিত কারণে আন্তজেলায় চলাচলের জন্য যাতে কোনো বাধার সম্মুখীন না হয় সেই বিষয়েও লক্ষ্য রাখতে হবে।