সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

অর্ধশতাধিক যাত্রীসহ শীতলক্ষ্যায় লঞ্চডুবি, ৬ নারীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:২১, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:২৩, ৫ এপ্রিল ২০২১
অর্ধশতাধিক যাত্রীসহ শীতলক্ষ্যায় লঞ্চডুবি, ৬ নারীর লাশ উদ্ধার

ছবি: প্রতীকী

ঢাকা (০৪ এপ্রিল): নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। একটি কার্গো জাহাজের ধাক্কা লাগাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার সাড়ে ৬টার দিকে এ লঞ্চ দুর্ঘটনা ঘটে। এরমধ্যে নিখোঁজদের উদ্ধার কাজ শুরু হয়েছে। 

বন্দর থানার ওসি দিপক চন্দ্র সাহা দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নির্মিতব্য শীতলক্ষ্যা ব্রিজের কাছে ওই লঞ্চটি ডুবে যায়।  সে সময় তাতে অর্ধশতাধিক যাত্রী ছিল। একটি কোস্টার পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। বৈরী আবহাওয়ার কারণে এ নির্দেশ দেওয়া হয়। 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়