ঢাকা ছাড়ছে মানুষ: উপচে পড়া ভিড় স্টেশনগুলোতে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: রবিবার কমলাপুরে টিকেটের জন্য যাত্রীদের ভিড়, বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা(০৪ এপ্রিল): সপ্তাহব্যাপী লকডাউনে ছুটির আমেজে রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকেই। এজন্য রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনাল গুলোতে রবিবার সকাল থেকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এর আগে শনিবার লকডাউনের ঘোষণা আসার পর থেকেই রাজধানী ছাড়তে শুরু করে মানুষ। এজন্য ট্রেন, বাস ও লঞ্চ স্টেশনগুলোতে ছিলো টিকেট প্রত্যাশীদের দীর্ঘ লাইন।
রাজধানীর কমলাপুর রেলস্টেশন, গাবতলী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনালে সরেজমিন ঘুরে এই চিত্র দেখা গেছে। তবে কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
রবিবার দুপুরে কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই টিকেটের জন্য প্রতিটি কাউন্টারে যাত্রীদের প্রচন্ড ভিড়। গাদাগাদি করে লাইনে দাঁড়ানো অনেকেই মুখে ছিলো মাস্ক। এছাড়া দুরত্ব বজায় রাখার বিধিটিও মানা হয়নি।
জামালপুরের যাত্রী রোকন উদ্দিন এই প্রতিবেদককে জানান, মতিঝিলে ফুটপাতে তিনি পান সিগারেটের দোকান করেন। লকডাউনে দোকান বন্ধ থাকবে। এই কারণে তিনি বাড়ি চলে যাওয়া চেষ্টা করছেন। তিনি আরও জানান, সকাল ১০টায় এলেও এখনও টিকেট নিতে কাউন্টার পর্যন্ত যেতে পারেনি। আর ঘন্টাখানেক দেখবেন। না পেলে বাসেই বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান তিনি।
একইচিত্র দেখা গেছে গাবতলী বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে। গাবতলীতে উত্তরাঞ্চলগামী যাত্রীদের ভিড় ছিলো উল্লেখ করার মতো। বিশেষ করে দিনমুজুর, খেটে খাওয়া ও নিন্মবিত্তদের ভিড় ছিলো সবচেয়ে বেশি। তবে এই টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর কোনটিতেই স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহনের পরিবর্তে পুরো বাসেই যাত্রী উঠায়। একইসঙ্গে ভাড়াও বেশি নিচ্ছে।
বাস মালিক সমিতির সভাপতি খন্দকার রফিকুল হোসেন কাজল জানান, ছোট ছোট ব্যবসা করেন এমন মানুষজন এবং দিন হিসেবে যাদের মজুরি হয়, তারাই বেশি যাচ্ছেন ঢাকা ছেড়ে। রোজগার বন্ধ থাকবে এই আশংকা থেকে শহর ছাড়ছেন তারা। তিনি আরও জানান, ঢাকা ছেড়ে যাওয়া মানুষের মধ্যে উত্তরবঙ্গে কয়েকটি জেলার এবং পূর্ব অংশের কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামের রুটে বেশি ভিড় দেখা গেছে।
এদিকে সদরঘাটে দেখা যায়, লঞ্চের ডেকে ও সিটে ৫০ শতাংশ যাত্রী ফাঁকা রাখার কথা থাকলেও ভিড়ের চাপ সামলাতে গিয়ে স্বাস্থ্যবিধি একেবারেই উপেক্ষিত।