লকডাউনে গণপরিবহন বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

লকডাউনে গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার
ঢাকা (০৪ এপ্রিল): সোমবার থেকে শুরু হওযা লকডাউনে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামীকাল থেকে গণপরিবহন বন্ধ থাকবে তবে পণ্যপরিবহন, জরুরিসেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আর কোনোভাবেই উদাসীনতা দেখানোর সুযোগ নেই, তাই হাটবাজারে, ফেরি, লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডসহ অন্যান্য জায়গায় গেলে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জীবনের থেকে জীবিকা কোনোভাবেই বড় নয়, আগে নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচাতে সহযোগিতা করুন।
এ সময় ওবায়দুল কাদের রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম না বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। উল্লেখ্য, সোমবার থেকে শুরু হওয়া সারাদেশে এক সপ্তাহের লকডাউনে শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকবে।