সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

লকডাউনে গণপরিবহন বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:২৯, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ২২:৩২, ৪ এপ্রিল ২০২১
লকডাউনে গণপরিবহন বন্ধ ঘোষণা

লকডাউনে গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার

ঢাকা (০৪ এপ্রিল): সোমবার থেকে শুরু হওযা লকডাউনে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

রবিবার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামীকাল থেকে গণপরিবহন বন্ধ থাকবে তবে পণ্যপরিবহন, জরুরিসেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আর কোনোভাবেই উদাসীনতা দেখানোর সুযোগ নেই, তাই হাটবাজারে, ফেরি, লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডসহ অন্যান্য জায়গায় গেলে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জীবনের থেকে জীবিকা কোনোভাবেই বড় নয়, আগে নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচাতে সহযোগিতা করুন।

এ সময় ওবায়দুল কাদের রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম না বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। উল্লেখ্য, সোমবার থেকে শুরু হওয়া সারাদেশে এক সপ্তাহের লকডাউনে শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়