লকডাউন ঘোষণায় ‘প্যানিক বায়িং’এ ক্রেতারা; বাজারে উপচেপড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: লকডাউন ঘোষণার পর বাজারে উপচে পড়া ক্রেতার ভীড়, বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা(০৩ এপ্রিল): সারাদেশে লকডাউন ঘোষণার পরপরই রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভীড়। এই ‘প্যানিক বায়িং’এ ক্রেতারা পণ্য মজুদ করতেই করছে। এরফলে রাত ৮টার আগেই কয়েকটি পণ্যের দেখা বাজারে পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় রাজধানীর কয়েকটি বাজাওে সরেজমিন ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
শনিবার বিকেলে সরেজমিন বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লকডাউনের রাজধানীর বিভিন্ন বাজারে আতঙ্কের কেনাকাটা বা প্যানিক বায়িং শুরু হয়ে গেছে। মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে ভিড় করছে। কেউ কেউ একসঙ্গে বাড়তি পরিমাণ পণ্য কিনে ঘরে ফিরছেন। লকডাউন পরিস্থিতির বিবেচনা করে অনেক মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মজুদ শুরু করেছেন। অন্যদিকে, প্যানিক বায়িংয়ের কারণে অনেক পণ্যে দাম বেড়ে গেছে।
শনিবার বিকেলে রাজধানীর অন্যতম বড় তিন বাজার মোহাম্মদপুরের টাউন হল, হাতিরপুল ও কারওয়ান বাজারে ক্রেতাদের বাড়তি ভিড় দেখা যায়। বেশিরভাগ মানুষ সংসারের জন্য প্রয়োজনীয় পণ্য চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু কিনছিলেন।
কাওরান বাজারে বাজার করতে আসা ব্যাংক কর্মকর্তা নুরুল হক এই প্রতিবেদককে জানান, লকডাউনের খবওে শোনার পর বাজারে এসেছি। এসে দেখি মুরগীর দোকানে মুরগী নেই। পেঁয়াজের দাম বেশি। কাঁচা তরিতরকারিও দাম বেড়েছে। তিনি জানান, সাতদিন সবকিছু বন্ধ থাকবে। তাই সাতদিনের বাজার করতে এসেছি।
হাতিরপুলের তরিতরকারির ব্যবসায়ী হান্নান মিয়া এই প্রতিবেদককে জানান, সন্ধ্যার পর পরই তার দোকানের তরিতরকারি শেষ হয়ে গেছে। তিনি জানান, লকডাউনের ঘোষণার পর ঝাঁকে ঝাঁকে মানুষ বাজারে আসে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার দুপুরে সারাদেশব্যাপী সোমবার থেকে লকডাউনের খবর দেন।