অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ সোমবার থেকে
|| বিজনেস ইনসাইডার

অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল সোমবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে
ঢাকা (০৩ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সোমবার থেকে লকডাউন ঘোষণা করেছে সরকার। এ কারণে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল একই দিন থেকে বন্ধ থাকবে।
শনিবার আন্তমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার-ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সরকার ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে।