লকডাউনে গণপরিবহন চলাচল: প্রজ্ঞাপনের পর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার (ফাইল ফটো)
ঢাকা (০৩ এপ্রিল): দেশব্যাপী লকডাউনে গণপরিবহন চলবে কিনা সে বিষয়ে সরকারি প্রজ্ঞাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
শনিবার বিকেলে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, লকডাউনের সরকারি প্রজ্ঞাপনের জন্য আমরা অপেক্ষা করছি। সেটি হাতে পাওয়ার পর গণপরিবহন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, রবিবার পর্যন্ত গণপরিবহনে বর্ধিত ভাড়ায় অর্ধেক যাত্রী বহনের বিষয়ে আমরা কঠোর নজরদারি করছি। আমাদের ৮টি ম্যাজিষ্ট্রেট মাঠ পর্যায়ে দল কাজ করছে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছিলো। তারপরেই শনিবার লকডাউনের ঘোষণা এলো।