জামায়াত ও হেফাজত নিষিদ্ধের দাবি ওলামা লীগের
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
জামায়াত ও হেফাজত নিষিদ্ধের দাবি করেছে আওয়ামী ওলামা লীগ
ঢাকা (০৩ এপ্রিল): জামায়াত ও হেফাজতকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ দল। এ সময় তারা ‘রোজা অবস্থায় টিকা জায়েজ’ ইফার এ ফতোয়া প্রত্যাহার এবং মসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক ও ৭ মার্চের স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে ১৫০তলা মসজিদ নির্মাণের দাবি জানায়।
জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ দলের মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
ওই মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের উচিত অনতিবিলম্বে জামায়ত ও হেফাজত নিষিদ্ধ করা। পাশাপাশি সাধারণ মুসলমানদেরও উচিত তাদের বয়কট করা।
সোহরাওয়ার্দী উদ্যানে ১৫০তলা মসজিদ নির্মাণের দাবি জানিয়ে তারা বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নন বরং তিনি গোটা মুসলিম বিশ্বের নেতা। কাজেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্থানে ১৫০ তলা বিশিষ্ট পৃথিবীর বৃহৎ মসজিদ নির্মাণ করতে হবে। এবং বঙ্গবন্ধু যেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন সেখানে সর্বোচ্চ মিনার তৈরি করতে হবে।
ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মো. আখতার হোসাইন বোখারী মানববন্ধনে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত র্ছিলেন ওলামা লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মুফতী মাওলানা মো. আব্দুর সাত্তার, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল, সহ-দপ্তর সম্পাদক মাওলানা মুহম্মদ আব্দুস সবুর মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।






















