সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:১৫, ৩ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:১৮, ৩ এপ্রিল ২০২১
ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন কূটনীতিকরা

ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন পশ্চিমা কূটনীতিকরা

ঢাকা (০৩ এপ্রিল): বাংলাদেশে দায়িত্বরত কয়েকটি পশ্চিমা দেশের কূটনীতিকরা আজ শনিবার ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন। রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তারা সেখানে যাচ্ছেন বলে জানা গেছে। ঢাকায় কানাডীয় হাইকমিশন থেকে পাঠানো এক যৌথ বিবৃতি থেকে এ তথ্য দেওয়া হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র মিশনের কূটনৈতিকরা ভাসানচর পরিদর্শন করবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের বিষয়ে সরকারের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী কূটনীতিকরা।

গত মার্চে জাতিসংঘ দলের সফরের পর আবাসিক কূটনৈতিক দূতদের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। রোহিঙ্গা সংকটে সহায়তাকারী কয়েকটি দেশের মিশন প্রধানরা এই সফরের সময় বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ বিধি-নিষেধ অনুসরণ করা হবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়