সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পবিত্র দিন: বাবুনগরী

চট্টগ্রাাম ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৪৪, ৩ এপ্রিল ২০২১   আপডেট: ০২:৪৫, ৩ এপ্রিল ২০২১
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পবিত্র দিন: বাবুনগরী

ফাইল ছবি

চট্টগ্রাম (০২ এপ্রিল): ‘আমাদের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী একটি পবিত্র দিন। এই পবিত্র দিনকে অপবিত্র করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করি।’   —বলেছেন হেফাজতে ইসলামী বাংলাদেশের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী। 

এ সময় তিনি আরও বলেছেন, ‘আমরা সরকার বিরোধী নই। যারা মুসলমানের শত্রু, যারা আল্লাহ ও রাসূলের দুষমন, যারা বিনা বিচারে মাদ্রাসাছাত্রদের গুলি করে হত্যা করে আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে।’

বিভিন্ন এলাকায় পুলিশ-ছাত্র সংঘর্ষে ছাত্র নিহতের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর হেফাজতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাটহাজারী মাদ্রাসা নিকটস্থ ডাকবাংলো চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাবুনগরী আরও বলেন, আমরা দেশকে ভালবাসি। দেশের স্বাধীনতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা জুমার খুতবায় দেশের জন্য দোয়া করি। আসলে, আমাদের আন্দোলন নাস্তিকদের বিরুদ্ধে।

তিনি বলেন, গত ২৬ মার্চ পুলিশের বর্বরোচিত হামলায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করতে হবে।

হাটহাজারী হেফাজতের আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ও হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা শোয়াইব জমিরী। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়