সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

লঞ্চে কেবিন ছাড়া ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:২৬, ১ এপ্রিল ২০২১   আপডেট: ২২:৫৭, ১ এপ্রিল ২০২১
লঞ্চে কেবিন ছাড়া ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি

চলমান করোনা পরিস্থিতিতে লঞ্চে ভাড়া বৃদ্ধি করা হয়েছে

ঢাকা (০১ এপ্রিল): চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চে যাত্রী পরিবহনের শর্তে যাত্রী প্রতি ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তবে লঞ্চের কেবিনের ক্ষেত্রে কোনো ভাড়া বৃদ্ধি করা হয়নি।  

নৌপরিহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে বিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান । 

এর আগে বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে এক সভার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক স্বাক্ষরিত ভাড়া বৃদ্ধির প্রস্তাবের চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়। 

উল্লেখ্য, অভ্যন্তরীণ নৌপথে চলাচলের ক্ষেত্রে আগে লঞ্চের ভাড়ার হার ছিল ১০০ কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি এক কিলোমিটারে এক টাকা ৭০ পয়সা। এবং ১০০ কিলোমিটার পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য জনপ্রতি ভাড়া ছিল প্রতি কিলোমিটারে এক টাকা ৮০ পয়সা। এ ছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ছিল ১৮ টাকা। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়