বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষে, কুমিল্লায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

সংঘর্ষ
(০১ এপ্রিল): কুমিল্লার দেবীদ্বারে বিয়েবাড়িতে গান-বাজনা করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ২০ জন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত পৌনে ১টার দিকে জেলার দেবীদ্বার উপজেলার আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দেবীদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের ছেলে মো. সাইফুল (২০) ও একই এলাকার রেনু মিয়ার ছেলে মো. ফাহিম (১৯)।
স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল্লাহপুর গ্রামে বিয়েবাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। এবং দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজন মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।