বইমেলা চলবে সাড়ে তিন ঘণ্টা
|| বিজনেস ইনসাইডার

অমর একুশে বইমেলা
ঢাকা (৩১ মার্চ): করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হওয়ায় অমর একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সূচিতে বলা হয়েছে, আজ বুধবার থেকে বইমেলা শুরু বিকাল ৩টায়, শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
প্রতি বছর পয়লা ফেব্রুয়ারির থেকে মাসব্যাপী বইমেলা শুরু হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর ১৮ মার্চ মেলা শুরু হয়। যা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
এ বছর বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ১৫ লাখ বর্গফুট জায়গা জুড়ে। একাডেমি প্রাঙ্গণে ১০৭টি প্রতিষ্ঠানকে এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩৩টি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে মোট ৮৩৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের মূল মেলা প্রাঙ্গণে লিটল ম্যাগাজিন চত্বরে ১৩৫টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
এবার সোহরাওয়ার্দী উদ্যানে ৩টি প্রবেশ পথ ও ৩টি বের হওয়ার পথ থাকছে। করোনার কথা বিবেচনায় রেখে এবার মাস্ক ছাড়া বইমেলায় প্রবেশ করা যাবে না।