সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আবারও বাড়ছে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:১৮, ৩১ মার্চ ২০২১   আপডেট: ২২:৩৫, ৩১ মার্চ ২০২১
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আবারও বাড়ছে

ইনফোগ্রাফ: বিজনেসইনসাইডারবিডি

ঢাকা (৩১ মার্চ):করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। গেল ২৪ ঘন্টায় কোভিড-১৯ মারা  গেছে ৫২ জন। গত বছরের ২৬ আগস্টের পর এটিই সর্বোচ্চ মৃত্যূ। এনিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৬ জনে।

এছাড়া গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৮৫ জন। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত এ যাবতকালের সবচেয়ে বেশি।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২১৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৯৩১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৭০ হাজার ৫৭৬ টি।

নমুনা পরীক্ষার বিবেচনায় ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ। মঙ্গলবার শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়