বুধবার

০৫ নভেম্বর ২০২৫


২১ কার্তিক ১৪৩২,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

৬ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২৪  
৬ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: পুলিশের ছয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ রোববার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক ৬টি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়।

সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবুল মোমেনের সই করা পৃথক এসব প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো ৬ কর্মকর্তা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. দাদন ফকির, এপিবিএনের সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, ঢাকার পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে সংযুক্তির আদেশপ্রাপ্ত রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমাড্যান্ট (পুলিশ সুপার) মো. মীজানুর রহমান, ঢাকার শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত (অতিরিক্ত আইজি, সুপারনিউমারারি) উপপুলিশ মহাপরিদর্শক এ কে এম হাফিজ আক্তার, পুলিশ টেলিকম ঢাকার (অতিরিক্ত আইজি, সুপারনিউমারারি) উপপুলিশ মহাপরিদর্শক বশির আহম্মদ এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়