রেলের টিকেট অর্ধেক বিক্রির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: বাংলাদেশ রেলওয়ের একটি ট্রেন (ফাইল ফটো)
ঢাকা(৩০ মার্চ): দেশের সকল ধরণের যাত্রীবাহী ট্রেনের টিকেট অর্ধেক বিক্রির নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী।
এই কর্মকর্তা জানান, ট্রেনে পাশাপাশি যাত্রী বসবে না। এক আসন ফাঁকা রেখে বসবে। অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করবে সব আন্তনগর, মেইল ও কমিউটার ট্রেন। প্রতিটি ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে। টিকিট পাওয়া যাবে কাউন্টার ও অনলাইনে।
এছাড়া দেশের সকল স্টেশনে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি জানান, ট্রেন চলবে স্বাস্থ্যবিধি মেনে। ট্রেনে জীবাণুনাশক স্প্রে করা হবে। যাত্রীদের জন্য থাকবে হ্যান্ড স্যানিটাইজার। মাস্ক ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না। এ ছাড়া যাত্রার আগে শরীরের তাপমাত্রা মাপা হবে, অতিরিক্ত তাপমাত্রার কোনো ব্যক্তিকে যাত্রা করতে দেওয়া হবে না।
প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনায় পুনরায় গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে।