সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

ইংল্যান্ড-ইউরোপ ফেরত যাত্রীদের নিজ খরচে কোয়ারেন্টিন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৪৯, ৩০ মার্চ ২০২১  
ইংল্যান্ড-ইউরোপ ফেরত যাত্রীদের নিজ খরচে কোয়ারেন্টিন বাধ্যতামূলক

ফাইল ফটো, বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (৩০ মার্চ): ইংল্যান্ডসহ ইউরোপের যেকোন দেশ থেকে বাংলাদেশে আসা সকল যাত্রীকে বাধ্যতামুলক ১৪দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এজন্য সকল খরচ নিজেদের করতে হবে। সরকার নির্ধারিত প্রতিষ্ঠান বা হোটেলে থাকতে হবে। 

এসব দেশ থেকে আসা যাত্রীদের করোনাভাইরাসের টিকা নেওয়া থাকলেও বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকার নিয়ম প্রযোজ্য হবে। বুধবার থেকেই এই নিয়ম কার্যকর হবে। 

মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যে কোনো দেশ থেকে বাংলাদেশে আসার সময় সে দেশের বিমানবন্দর এবং বাংলাদেশের বিমানন্দরে যাত্রীদের সঙ্গে অবশ্যই কোভিডমুক্ত সনদ দেখাতে হবে। বিমানে ওঠার ৭২ ঘন্টা বা তার কম সময়ের মধ্যে নমুনা দিয়ে পিসিআর টেস্টের মাধ্যমে এই কোভিডমুক্ত সনদ পেতে হবে। টিকা দেওয়া থাকলেও এ নিয়ম প্রযোজ্য হবে।

এতে আরও উল্লেখ করা হয়, যারা যুক্তরাজ্যসহ ইউরোপের কোনো দেশ থেকে আসবেন, তাদের ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। ১৪ দিন পার হওয়ার পর আরটিপিসিআর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ হলে কোয়ারেন্টিন থেকে তারা ছাড়া পাবেন।

ইউরোপ বা যুক্তরাজ্য ছাড়া অন্য দেশ থেকে আসা যাত্রীদের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ-উপসর্গ না থাকলে তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। 

তবে বিমানবন্দরে কারও লক্ষণ-উপসর্গ দেখা গেলে তাকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে এবং সেই খরচ তাকেই বহন করতে হবে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করার পর নতুন এ নিয়ম ঠিক করে দিল বেবিচক।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়