বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর ২০২৫


১১ পৌষ ১৪৩২,

০৫ রজব ১৪৪৭

সাবেক মেয়র আতিকের অভিপ্রায়ে নিয়োগ পাওয়া সবার চাকরি বাতিল

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৩৮, ৯ সেপ্টেম্বর ২০২৪  
সাবেক মেয়র আতিকের অভিপ্রায়ে নিয়োগ পাওয়া সবার চাকরি বাতিল

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ পাওয়া সবার চাকরি বাতিল করেছে সংস্থাটি। আজ সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করে তাদের নিয়োগ বাতিল করেন।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক অফিস আদেশে উল্লেখ করেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের অভিপ্রায় অনুযায়ী, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন, ২০০৯ মোতাবেক নিয়োগকৃত সব উপদেষ্টা, পরামর্শক এবং কুক ও পিয়নের নিয়োগ ১৯ আগস্ট থেকে বাতিল করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়