করোনায় আক্রান্তের নতুন রেকর্ড, ৪৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ইনফোগ্রাফ: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (২৯ মার্চ): ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৮১ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। আর এতে মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতো বেশি সংখ্যক মানুষের শরীরে করোনা শনাক্তের মধ্য দিয়ে দেশে এ যাবতকালের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড করেছে। এর ফলে সংক্রমনের হার বেড়ে দাড়িয়েছে ১৮ দশমিক ৩৮। এর আগে গত ২ জুলাই মাসে সর্বোচ্চ ৪ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ। রবিবার ৩৫ জনের মৃত্যু হয়েছিল। এই নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন আট হাজার ৯৪৯ জন।
এদিকে ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫ লাখ ৩৮ হাজার ১৮ জনে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৮ হাজার ১৯৫টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও পাঁচ হাজার ১৮১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ।
দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।