সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

সাম্প্রদায়িক গোষ্ঠিকে উস্কানি দিচ্ছে বিএনপি : কাদের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১৭, ২৯ মার্চ ২০২১  
সাম্প্রদায়িক গোষ্ঠিকে উস্কানি দিচ্ছে বিএনপি : কাদের

ছবি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। (ফাইল ফটো)

ঢাকা (২৯ মার্চ): দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি এক সাম্প্রদায়িক গোষ্ঠিকে উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই গোষ্ঠির ওপর ভর করে বিএনপি আবার জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছে। 

সোমবার মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠির তান্ডবলীলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো পরিষ্কার। বিএনপি তাদের চিরাচরিত দায় চাপানোর রাজনীতি অব্যাহত রাখলেও জনগণের কাছে আজ স্পষ্ট যে তারা রাজনৈতিক পরাজয় রুখতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠিকে উস্কানি দিচ্ছে।

দেশবিরোধী এসব কর্মকান্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করতে আওয়ামী লীগ ও সরকার প্রস্তুত রয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী সকলকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের থলের বিড়াল বের হতে চলছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা গত ২/৩ দিনের তান্ডবে তাদের উস্কানি দেওয়ার তথ্য প্রমাণ পেয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়