সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে আইনি সহায়তা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:০৮, ২ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:০৮, ২ আগস্ট ২০২৪
এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে আইনি সহায়তা দেবে সরকার

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী থাকলে তাদের আইনি সহায়তা দেবে সরকার।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।
 
এ ছাড়া আটক যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা দেবে বলে জানান শরীফ মাহমুদ অপু।

এদিকে, বৃহস্পতিবার পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জামিন পেয়েছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়