রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজধানীর মালিবাগ-সাইন্সল্যাব এলাকায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৩৯, ২৭ মার্চ ২০২১  
রাজধানীর মালিবাগ-সাইন্সল্যাব এলাকায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

ছবি: শনিবার সাইন্সল্যাবে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা(২৭ মার্চ): দেশের বিভিন্ন স্থানে নরেন্দ্র মোদি বিরোধী বিক্ষোভে পুলিশের হামলায় একাধিক নিহত হওয়ার প্রতিবাদে রাজধানির মালিবাগ, মৌচাক ও সাইন্সল্যাব এলাকায় প্রতিবাদ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল। 
 
শনিবার দুপুর সাড়ে ১২টায় সাইন্সল্যাব মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি মালিবাগ মোড় থেকে কর্ণফুলী গার্ডেন এর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন ধরনের শ্লোগ্লান দেন। 

সমাবেশে যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজুলুর রহমান খোকনসহ কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে একই দাবিতে শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা একাধিক গাড়ি ভাংচুর করেছে।

সকাল সাড়ে ১১টায় সাইন্সল্যাব মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন প্রকার সরকার বিরোধী শ্লোগান দেয় নেতাকর্মীরা। এ সময় রাস্তায় থাকা একাধিক গাড়ি ভাংচুর করে মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা। এতে একজন বাসযাত্রী আহত হয়।

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়